সংখ্যা: ০৯ মাস: অক্টোবর-ডিসেম্বর বর্ষ: ০৩ সাল: ২০২৪
সংখ্যা: ০৯ মাস: অক্টোবর-ডিসেম্বর বর্ষ: ০৩ সাল: ২০২৪
২০ অক্টোবর ২০২৪ খ্রি: তারিখে মুক্তি কক্সবাজার কর্তৃক পরিচালিত চিলড্রেন অন দ্য এজ এর আর্থিক সহযোগিতায় কক্সবাজার জেলায় স্থাপিত ১০টি শিশু শিক্ষা কেন্দ্রের ১,০০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল-ড্রেস বিতরণ করা হয়। উক্ত স্কুল-ড্রেস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তি কক্সবাজার এর প্রধান নির্বাহী জনাব বিমল চন্দ্র দে সরকার। এতে আরও উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক সুদেব রুদ্র, প্রকল্প কর্মকর্তা রমজান আলী, টেকনিক্যাল অফিসার আরিফুল ইসলাম, শিক্ষা কেন্দ্রসমূহের এস এম সি র সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
গত ০৫ নভেম্বর ২০২৪ ফিনল্যান্ডের রাষ্ট্রদূত কিম্মো লাহদেভির্তাসহ একটি প্রতিনিধিদল ক্যাম্প-০৯ এ মুক্তি কক্সবাজার কর্তৃক পরিচালিত শিশু শিখন কেন্দ্র পরিদর্শন করেন। প্রতিনিধিদল উক্ত ক্যাম্পের “ধানশালিক”, “জেসমিন” ও “পার্বতী” শিশু শিখন কেন্দ্র পরিদর্শন করে শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
গত ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রি: তারিখে মুক্তি কক্সবাজার কর্তৃক যথাযোগ্য মযার্দায় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে ভোর ৬:০০ ঘটিকায় সংস্থার প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং ৬:৩০ ঘটিকায় র্যালিসহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
Success Story
টেকনাফ উপজেলায় স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা ও সম্প্রীতি গড়ার লক্ষ্যে মুক্তি কক্সবাজার সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে
গত ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রি: তারিখে অক্সফ্যাম বাংলাদেশের কারিগরি সহযোগিতায় অস্ট্রেলিয়ান এইড এর অর্থায়নে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন
সোলার লাইট মেরামত ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন
গত ৬ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে উখিয়া উপজেলার এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প-৪ এ দাতা সংস্থা অক্সফ্যাম বাংলাদেশের আর্থিক সহযোগিতায় মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন Our Light, Our Protection, Our Responsibility প্রকল্পের আওতায় সোলার লাইট মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর ২৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয় যেখানে এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প ৩, ৪, ১২, ১৯, ২২ এবং টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোট ২৫ জন উপকারভোগীকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
মুক্তি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
গত ২১ শে ডিসেম্বর, ২০২৪ খ্রিঃ রোজ শনিবার মুক্তি কক্সবাজার প্রতিবছরের ন্যায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তি স্কুলের শিশুদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে।
সোলার লাইট মেরামত ও রক্ষণাবেক্ষণ দক্ষতা-উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ
গত ১২ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে উখিয়া উপজেলার বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী শিবির-৪ এ দাতা সংস্থা অক্সফ্যাম বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন Our Light, Our Protection, Our Responsibility প্রকল্পের আওতায় সোলার লাইট মেরামত ও রক্ষণাবেক্ষণের ওপর ১২০ ঘন্টার দক্ষতা-উন্নয়ন প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ৩১ অক্টোবর, ২০২৪ খ্রি: তারিখে কেয়ার বাংলাদেশ এবং কেয়ার ইউএসএ এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন “𝐂𝐞𝐧𝐭𝐫𝐚𝐥𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐏𝐫𝐨𝐭𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝐢𝐧 𝐏𝐫𝐨𝐭𝐫𝐚𝐜𝐭𝐞𝐝 𝐂𝐫𝐢𝐬𝐞𝐬 (𝐂𝐏𝐏𝐂)” প্রকল্পের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে চলমান আউটরিচ কার্যক্রমের অংশ হিসেবে জীবিকায়ন কর্মসূচি তথা মাশরুম চাষ কেন্দ্র, বাড়ির আঙ্গিনায় সবজি বাগান, সমন্বিত সবজি চাষ এবং মিশ্র চাষের সবজি-ক্ষেত পরিদর্শন এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।
আইভিওয়াই জাপানের প্রোগ্রাম ম্যানেজার জনাব রিয়ে কুন্ডু মুক্তি কক্সবাজার এর প্রধান নির্বাহী জনাব বিমল চন্দ্র দে সরকারকে সঙ্গে নিয়ে নোয়াখালী জেলার সেনবাগ এবং নোয়াখালী সদর উপজেলায় বাস্তবায়নাধীন "জরুরী পানি এবং আবাসন পরিবেশ উন্নয়ন (ইডব্লিউএইচইআই) প্রকল্প" এর কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি নিবিড় মাঠ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।