সংখ্যা: ১১ মাস: এপ্রিল-জুন বর্ষ: ০৪ সাল: ২০২৫
সংখ্যা: ১১ মাস: এপ্রিল-জুন বর্ষ: ০৪ সাল: ২০২৫
মুক্তি কক্সবাজার ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর যৌথ অর্থায়নে পরিচালিত “সমৃদ্ধি কর্মসূচি”র অধীনে গত ১৫ মে ২০২৫ ইং তারিখে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক "বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প" অনুষ্ঠিত হয়।
মুক্তি কক্সবাজারের উপ-প্রধান নির্বাহী জনাব সৈয়দ লুৎফুল কবীর চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর তাজ জনি এবং ঈদগাঁও শাখা ক্ষুদ্রঋণ কর্মসূচির শাখা-ব্যবস্থাপক জনাব মো. মোস্তাফিজুর রহমান। (এরপর দেখুন...)
মুক্তি আয়োজিত বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প – আলোর পথে আরও এক ধাপ!
গত ২২ মে ২০২৫ ইং তারিখে, মুক্তি কক্সবাজার ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর যৌথ অর্থায়নে পরিচালিত "সমৃদ্ধি কর্মসূচি"র অধীনে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে সর্বমোট ১৭৮ জন রোগীকে সেবা প্রদান করা হয়, যার মধ্যে রয়েছেন ৬৩ জন পুরুষ এবং ১১৫ জন নারী।
লোকগানের মাধ্যমে
সচেতনতা-বার্তা প্রচার!
মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত DFAT AHP IV Inclusive প্রকল্প, গত ১৮ মে ২০২৫ ইং তারিখে ক্যাম্প-২২-এ "লোকগানের মাধ্যমে বার্তা প্রচার" শীর্ষক একটি সাংস্কৃতিক ও সচেতনতামূলক অনুষ্ঠান সফলভাবে আয়োজন করে। এই উদ্যোগের প্রধান লক্ষ্য ছিল ঐতিহ্যবাহী লোকগান পরিবেশনার মাধ্যমে তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এবং সচেতনতা-বার্তাগুলিকে আরও সহজ, প্রাসঙ্গিক ও বোধগম্য করে সম্প্রদায়ের কাছে উপস্থাপন করা।
BWHP সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা!
গত ২২–২৩ জুন ২০২৫ ইং তারিখে, ঢাকার বনানীতে অবস্থিত হোটেল অ্যামাজন লিলিতে মুক্তি কক্সবাজার ও অক্সফ্যাম ইন বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ উইমেন হিউম্যানিটারিয়ান প্ল্যাটফর্ম (BWHP) সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা। ডিফ্যাট এএইচপি বাংলাদেশ রোহিঙ্গা রেসপন্স ফেজ-৪ ইনক্লসিভ প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণটি নারী নেতৃত্ব, মানসিক স্বাস্থ্য এবং জেন্ডার অন্তর্ভুক্তিমূলক হিউম্যানিটারিয়ান পদক্ষেপকে জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।
"গার্লস গেট ইকুয়্যাল" প্রকল্পের প্রকল্প অবহিতরকরণ সভা অনুষ্ঠিত।
Norwegian Agency for Development Cooperation (NORAD)-এর অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কারিগরি সহযোগিতায় মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত “গার্লস গেট ইকুয়্যাল ২.০ (GGE 2.0)" প্রকল্পের প্রকল্প অবহিতরকরণ সভা গত ২৭ মে ২০২৫ ইং তারিখে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শেখ এহসান উদ্দিন, সভাপতিত্ব করেন পিআইবি’র উপ-পরিচালক (প্রকল্প) জনাব নীলিমা ইয়াসমিন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তি কক্সবাজারের উপ-প্রধান নির্বাহী জনাব সৈয়দ লুৎফুল কবির চৌধুরী।
কৃষকদের আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে মুক্তি!
মুক্তি কক্সবাজার, IVY Japan এর আর্থিক সহায়তায়, ২৮ মে ২০২৫ তারিখে “Improved Small-scale Farmers’ Livelihoods (ISFL)” প্রকল্পের আওতায় রামু প্রকল্প অফিসে এক কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে।
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ০১ ও ০২ নং ওয়ার্ডের মোট ১৬০ উপকারভোগী-কে বীজ, চারা উৎপাদন উপকরণ, হাঁস-মুরগির খাঁচা তৈরি সামগ্রীসহ বিভিন্ন কৃষি উপকরণ প্রদান করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল (১) ক্ষুদ্র-পরিসরে হাঁস-মুরগি পালনের মাধ্যমে আয় বৃদ্ধি (২) বালাইমুক্ত হাঁস-মুরগির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি (৩) ডিম ও মাংস উৎপাদনের মাধ্যমে ঘরের পুষ্টি চাহিদা পূরণ (৪) হাঁস-মুরগির মৃত্যুহার কমানো ও জৈবনিরাপত্তা নিশ্চিতকরণ এবং (৫) নারী ও তরুণদের জন্য জীবিকা সৃষ্টির সুযোগ তৈরি করা।
মুক্তির উন্নয়ন মেলা-২০২৫!
গত ২৭ মে ২০২৫ ইং তারিখে, মুক্তি কক্সবাজার ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন "সমৃদ্ধি কর্মসূচি"র আয়োজনে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে "উন্নয়ন মেলা-২০২৫" অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপ-প্রধান নির্বাহী জনাব সৈয়দ লুৎফুল কবির চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আলমগীর তাজ জনি। (এরপর দেখুন...)
মিনি ম্যারাথন ও সাইকেল র্যালি অনুষ্ঠিত।
গত ১৪ মে ২০২৫ ইং তারিখে, মুক্তি কক্সবাজার ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর যৌথ অর্থায়নে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন "সমৃদ্ধি কর্মসূচি”র আওতায় উপজেলা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কক্সবাজার সদর উপজেলার "সমৃদ্ধি কিশোর ক্লাব" সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চৌফলদন্ডী ইউনিয়নে অবস্থিত চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মিনি ম্যারাথন ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। কক্সবাজার পৌরসভাসহ সদর উপজেলার ০৬ টি ইউনিয়নের শতাধিক (এরপর দেখুন...)
লোকগানের মাধ্যমে সচেতনতা-বার্তা প্রচার!
মুক্তি কক্সবাজার তাদের DFAT AHP IV Inclusive প্রকল্পের অধীনে গত ২৬ মে ২০২৫ ইং তারিখে, ক্যাম্প-১৯-এ "লোকগানের মাধ্যমে সচেতনতা-বার্তা প্রচার" শিরোনামে একটি সাংস্কৃতিক ও সচেতনতামূলক অনুষ্ঠান সফলভাবে আয়োজন করে। এই উদ্যোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়গুলিতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঐতিহ্যবাহী লোকগানকে ব্যবহার করে স্থানীয় সম্প্রদায়ের জন্য প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় করে সচেতনতা-বার্তা উপস্থাপন করা হয়।