মুক্তি কক্সবাজার ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন “সমৃদ্ধি কর্মসূচি”র আওতায় কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের শিক্ষা সহায়তা কার্যক্রমের অধীনে মাঠ পর্যায়ে কর্মরত শিক্ষকদের নিয়ে ০২ দিনব্যাপী (১৬ ও ১৭ এপ্রিল, ২০২৫ ইং) বিষয়ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই প্রশিক্ষণে শিক্ষকদের বাংলা, গণিত ও ইংরেজী বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়, যা তাদের শিক্ষাদানের দক্ষতা উন্নত করার পাশাপাশি শিক্ষীর্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে। প্রশিক্ষণে ১৮ টি বৈকালিক শিশু শিক্ষা সহায়তা কেন্দ্রে নিয়োজিত ১৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন। ফলপ্রসূ অন্যান্য আলোচ্য বিষয়াদির মাঝে উক্ত প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল (ক) প্রাক- মূল্যায়ন ও পরবর্তী মূল্যায়ন (খ) বিষয়ভিত্তিক হাতে-কলমে প্রশিক্ষণ (গ) দলগত কাজ ও উপস্থাপনা (ঘ) শিক্ষণীয় খেলাধুলার সেশন এবং (ঙ) সৃজনশীল ও আধুনিক পাঠদানের কৌশল।
প্রশিক্ষণে উপস্থিত শিক্ষকগন অত্যন্ত আনন্দিত এবং উচ্ছসিতস্বরে জানিয়েছেন, এই প্রশিক্ষণ থেকে নতুন নতুন পাঠদান কৌশল শিখতে পেরে তারা খুবই উপকৃত হয়েছেন। শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে এই অভিজ্ঞতা তাদের অনেক সাহায্য করেছে। মুক্তি কক্সবাজার ও “সমৃদ্ধি” কর্মসূচি”র পক্ষ থেকে আলী হোসাইন শিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগত মাস্টার ট্রেইনারদের ধন্যবাদ জানানো হয়।