গত ১ ডিসেম্বর ২০২৪ খ্রি: তারিখে মুক্তি কক্সবাজার কর্তৃক গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ডিফ্যাট অর্থায়নে পুলড ফান্ডের আওতায় ব্র্যাকের কারিগরি সহযোগিতায় ভাসানচরে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী শিবিরের মানুষদের জন্য ওয়াশ (WASH) কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব), ভাসানচর, জনাব মোঃ মাকসুদুর রহমান, সহকরী ক্যাম্প-ইন-চার্জ (সহকারী সচিব), ক্যাম্প-ভাসানচর, ওয়াশ সেক্টর লীড-ভাসানচর, ইউএনএইচসিআর ও ব্রাকের প্রতিনিধি, মুক্তি কক্সবাজার এর জিবিভিআইই, আইএমএইচএম, লাইভলিহুড, শিক্ষা ও ওয়াশ প্রকল্পের কর্মকর্তাসহ অন্যান্য এনজিওর প্রতিনিধিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ মুক্তি কক্সবাজার ও ব্র্যাকের মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেন এবং গুণগতমান বজায় রেখে বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন, বর্জ্য-ব্যবস্থাপনা, ল্যাট্রিন ও গোসলখানা মেরামতসহ নির্ধারিত ক্লাস্টারসমূহের সার্বিক পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, মুক্তি কক্সবাজার এ প্রকল্পের মাধ্যমে ৫, ৬ এবং ৯ নং ক্লাস্টারের সুবিধাভোগীদের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার কার্যক্রম বাস্তবায়ন করছে।