মুক্তি কক্সবাজার কর্মী এবং প্রাতিষ্ঠানিক সম্পদের সুরক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে, মুক্তি কক্সবাজার সংস্থার প্রধান কার্যালয়ে “হাতে কলমে অগ্নি নির্বাপক” শীর্ষক এক প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছে।
উক্ত প্রশিক্ষণে সবাই PASS পদ্ধতি (Pull, Aim, Squeeze, Sweep) ব্যবহার কিভাবে অগ্নি নির্বাপক ব্যবহার করতে হয় তা শিখেছে এবং মহড়ার মাধ্যমে অনুশীলনের সুযোগ পেয়েছে।
মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী, জনাব বিমল চন্দ্র দে সরকার, সেশনটি উদ্বোধন করেন এবং স্বয়ং প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এধরণের নিরাপত্তা-সংশ্লিষ্ট প্রশিক্ষণসমূহের গুরুত্ব সম্পর্কে সকলকে অবহিত করেন।
শীঘ্রই মুক্তি কক্সবাজার সকল প্রকল্প কার্যালয়ে এই অত্যাবশ্যকীয় প্রশিক্ষণটি প্রসারিত করবে যাতে সকলের সুরক্ষা নিশ্চিত হয়। কর্মীর নিরাপত্তা ও সুস্থতা ই মুক্তি কক্সবাজারের প্রধান অগ্রাধিকার।