০৯ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে, অক্সফাম ইন বাংলাদেশ এবং অক্সফাম নোভিব-এর উচ্চপদস্থ কর্মকর্তারা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত "ডিএফএটি এএইচপি বাংলাদেশ রোহিঙ্গা রেসপন্স” প্রকল্পের প্রকল্প অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেছেন।
পরিদর্শনকারী দলটি প্রকল্প অংশগ্রহণকারীদের জন্য প্রকল্পটি কোন কোন নতুন সুযোগ তৈরি করেছে তা অনুধাবনের চেষ্টা করেন। তারা হস্তশিল্প, ব্লক-বাটিক এবং বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে বসতবাড়ির আঙিনায় জলবায়ু-বান্ধব সবজি চাষের বাগান এবং আয়-বর্ধনমূলক কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
পর্যবেক্ষণ দলের সদস্যদের মধ্যে ছিলেন অক্সফাম ইন বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর, জনাব আশীষ দামলে; অক্সফাম নোভিবের পরিচালনা পর্ষদের পরিচালক, পেপিজন গেরিটস্; জেরার্ড স্টিহাউয়ার, ইউনিট ম্যানেজার, গ্রিন: ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটিজ, অক্সফাম নোভিব; দেবরাজ দে, অক্সফাম ইন বাংলাদেশ’র পিএমইউ-এর প্রধান; খন্দকার মোহাম্মদ শামেরুল হুদা, অক্সফাম ইন বাংলাদেশ’র উন্নয়ন প্রশিক্ষণার্থী-আইসিএএম; মোঃ মনিরুজ্জামান, ওয়াশ কোঅর্ডিনেটর, অক্সফাম ইন বাংলাদেশ; মোঃ শরীফুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার, অক্সফাম ইন বাংলাদেশ; এবং সায়েদুল হক শুভ প্রোগ্রাম অফিসার, অক্সফাম ইন বাংলাদেশ।
মুক্তি কক্সবাজারের উপ-প্রধান নির্বাহী জনাব সৈয়দ লুৎফুল কবির চৌধুরী প্রকল্প কর্মীদের সাথে দর্শনার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং পরিদর্শনকালীন পুরো সময়টাতে তাদের পূর্ণ সহযোগিতা নিশ্চিত করেন।