বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনের মানবিক সহায়তা কার্যক্রমের টিম লিডার, চার্লি গ্রিন এবং কর্মকর্তা এলি মুডি গত ০৭ জানুয়ারী ২০২৫ ইং তারিখে ক্যাম্প-০৯ এ অবস্থিত শিশু শিখন কেন্দ্র এবং শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিলো জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য গৃহীত ও চলমান শিক্ষা উদ্যোগসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করা।
ক্যাম্প-০৯-এর ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি) জনাব সরওয়ার কামাল; ইউনিসেফের শিক্ষা বিশেষজ্ঞ মোস্তান জিদা আলনূর; ইউনিসেফের শিক্ষা কর্মকর্তা মাচিকো ওকুমুরা এবং মুক্তি কক্সবাজারের তথ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মুক্তাদির শুভসহ অন্যান্য কর্মকর্তারা উক্ত প্রতিনিধিদলকে স্বাগত জানান। পরিদর্শনকালে, গ্রিন এবং মুডি শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ক্যাম্পের জন্য গৃহীত এবং প্রদত্ত শিক্ষা-উদ্যোগ সম্পর্কে যথাযথ ধারণা অর্জনের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী এবং প্রকল্পের কর্মীদের সাথে মতবিনিময় করেন।
জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা সম্প্রদায়ের শিক্ষার সুযোগ বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রচেষ্টার জন্য চার্লি গ্রিন মুক্তি কক্সবাজারের ভূয়সী প্রশংসা করেন। জনাব সরওয়ার কামাল, ক্যাম্প-ইন-চার্জ (ক্যাম্প-০৯), ক্যাম্পের বাসিন্দাদের শিক্ষার মাধ্যমে ক্ষমতায়নের ক্ষেত্রে এই উদ্যোগগুলো যে অপরিসীম গুরুত্ব বহন করছে এ ব্যাপারে তার মত ব্যক্ত করেন। অসংখ্য চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও মানসম্পন্ন পরিষেবা প্রদানে মুক্তি কক্সবাজারের অব্যাহত ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধিদলের ইতিবাচক প্রতিক্রিয়া প্রদানের মাধ্যমে এই সফর শেষ হয়, তারা রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি আরও জোরদারভাবে চালিয়ে যেতে সংশ্লিষ্ট সকলকে উৎসাহিত করে।