০১ জানুয়ারি ২০২৫ ইং তারিখে, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় একযোগে ১০ টি মুক্তি স্কুলে বিনামূল্যে বই বিতরণ করা হয়। প্রত্যেকটি শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন বই পাওয়ার আগ্রহ ছিলো লক্ষণীয়। দুই হাতে মায়ার বাঁধনে নতুন বই আকঁড়ে বাড়ি ফেরে মুক্তি স্কুলের উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা।
উক্ত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক জনাব সুদেব রুদ্র, মেটেরিয়াল ডেভেলপমেন্ট অফিসার (আইসিটি) জনাব সুজয় কান্তি পাল, টেকনিক্যাল অফিসার জনাব আরিফুল ইসলাম, ভিজ্যুয়াল আর্টিস্ট জনাব অর্ণব পাল, প্রকল্প কর্মকর্তা জনাব রমজান আলী, শিক্ষাকেন্দ্রের এসএমসি সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
২০১০ সাল থেকে দাতা সংস্থা চিলড্রেন অন দ্যা এজ এর আর্থিক সহায়তায় মুক্তি কক্সবাজার, কক্সবাজার সদর এবং রামু উপজেলায় ০৯ টি শিক্ষা কেন্দ্রে ৯০০ জন এবং ২০১৮ সাল থেকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় ০১ টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ১০০ জন অসহায়, দরিদ্র ও ঝরে পড়া/ কর্মজীবী শিশুদের শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে ।