মুক্তি কক্সবাজারে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত।
মুক্তি কক্সবাজারে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত।
ক্ষুদ্রঋণ সহায়তা কর্মসূচির কর্মীদের সফটওয়্যার অপারেশন, নীতিমালা এবং কমপ্লায়েন্স, ভ্যাট ও ট্যাক্স, এবং অর্থ পাচার ও সন্ত্রাসী অর্থায়নের ঝুঁকি মোকাবেলায় ২৫ জানুয়ারি ২০২৫ ইং থেকে ০২ দিনের প্রশিক্ষণ আয়োজন করেছে মুক্তি কক্সবাজার।
সংস্থার প্রধান নির্বাহী, জনাব বিমল চন্দ্র দে সরকার, এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। নীতিমালা ও কমপ্লায়েন্স বজায় রাখা এবং প্রোগ্রাম ও আর্থিক কার্যক্রমে ডিজিটাল সফটওয়্যার ব্যবহারে কর্মীদের অনুপ্রাণিত করেন তিনি।
ফলপ্রসূ এই প্রশিক্ষণটি পরিচালনার দায়িত্বে ছিলেন সহকারি পরিচালক- অর্থ ও হিসাব, এমআইএস অফিসার, অফিসার- অর্থ ও হিসাব এবং সহকারি অফিসার- অর্থ ও হিসাব।