গত ১৭ই মার্চ ২০২৫ ইং তারিখে, ক্যাম্প- ০৪ এর ক্যাম্প-ইন-চার্জ কার্যালয়ের সভাকক্ষে “Our Light, Our Protection, Our Responsibility"-প্রকল্পের অধীনে “Sustainable Lighting and Empowering Safety for Adolescent Girls and Women“ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মশালায় প্রকল্পের অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অক্সফাম বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবং অক্সফাম জিবি’র অর্থায়নে এবং মুক্তি কক্সবাজার কর্তৃক আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিলো পর্যাপ্ত এবং টেকসই আলোর ব্যবস্থা নিশ্চিত করে কিশোরী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কমিউনিটিতে রাতের বেলায় স্থায়ী আলোর ব্যবস্থা করা।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ক্যাম্প-০৪ এর সম্মানিত ক্যাম্প-ইন-চার্জ (CIC), সোরাইয়া আক্তার সুইটি; সহকারি ক্যাম্প-ইন-চার্জ (CIC) শ্যামা বিশ্বাস; উপ-প্রধান নির্বাহী, মুক্তি কক্সবাজার, জনাব সৈয়দ লুৎফুল কবির চৌধুরী, এবং হাফিজুর রহমান- টিম লিডার, প্রটেকশন প্রজেক্ট, অক্সফাম।
গাজী মোহাম্মদ আসাদুজ্জামান, প্রকল্প সমন্বয়ক, প্রকল্পের কাজের অগ্রগতি তুলে ধরেন। কর্মশালায় অংশগ্রহণ করেন সোলার লাইট মেরামত ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাম্পের ২ জন নারী ও ২ জন পুরুষ প্রশিক্ষনার্থী, ক্যাম্পের মাঝি, কমিউনিটি লিডার, ভলান্টিয়ার এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদানকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ। ক্যাম্পের মাঝি বলেন, “এই আলো শুধু রাতের আঁধার কাটায় না, মেয়েদের সাহসও দেয়। তারা এখন রাতে নিরাপদে চলাফেরা করতে পারে।”
ক্যাম্প-ইন-চার্জ (CIC), সোরাইয়া আক্তার সুইটি, অংশগ্রহণকারীদের সরাসরি প্রশ্ন করে তাঁদের শেখা বিষয়ের দক্ষতা যাচাই করেন। তিনি বলেন, এই প্রকল্প শুধু বিদ্যুৎ নয়, নিরাপত্তা এবং নারী-শিশুদের আত্মবিশ্বাস তৈরিরও একটি মাধ্যম এবং এর সুরক্ষার দায়িত্ব এ কমিউনিটির সবার। তিনি মুক্তি কক্সবাজার, অক্সফাম এবং উপস্থিত সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান ।