২০ মার্চ ২০২৫ ইং তারিখে, উখিয়া উপজেলার ক্যাম্প-১৭-তে পুলড ফান্ডের আওতায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ডিএফএটি-এর অর্থায়নে এবং ব্র্যাকের কারিগরি সহযোগিতায় মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন "Gender Responsive Assistance for Self Reliance of Rohingya Women and Girls in Cox's Bazar (GRAWS)" প্রকল্পের আওতায় ২১৪ জন উপকারভোগীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
প্রত্যেক উপকারভোগী ০২ প্যাকেট সবজি বীজ (করলা ও চাল কুমড়া), ০৫ কেজি ভার্মি কম্পোস্ট, ৫০০ গ্রাম কোকোপিট, ৫০০ গ্রাম রশি, ০৮টি বাঁশ, এবং ০১টি করে জিও ব্যাগ বুঝে পেয়েছেন।
ক্যাম্প-১৭-তে অবস্থিত মুক্তি ট্রেনিং সেন্টারে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন GRAWS প্রকল্পের প্রকল্প-ব্যবস্থাপক জনাব এডিএম বদরুদ্দোজা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাম্প-ইন-চার্জ ও সিনিয়র সহকারী সচিব, তাপ্তি চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাম্পের সহকারী কমিউনিটি মোবিলাইজার আরিফুর রহমান, মুক্তি কক্সবাজারের ডিরেক্টর- মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন জনাব খাইরুল ইসলাম, এবং ব্র্যাকের ডেপুটি ম্যানেজার (MEAL) মোহাম্মদ রবিউল হোসেন সজিব।
ক্যাম্প-ইন-চার্জ মহোদয় বলেন যে, এ উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা নারীদের আত্মনির্ভরশীলতার পথে আরও এক ধাপ এগিয়ে নেওয়া হলো। উল্লেখ্য, প্রকল্পের আওতায় ১,০৩০ জন উপকারভোগীকে পর্যায়ক্রমে এ মাসেই কৃষি উপকরণ বিতরণ করা হবে।