মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন Delivering Life Skills Education, Life Enhancement, and Youth for Peace to adolescents and youth in Cox’s Bazar and Bhasan Char, Bangladesh প্রকল্পের অধীনে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের কারিগরি সহায়তায় এবং The Government of the Republic of Korea এর আর্থিক সহায়তায় ২০, ২৩, ২৬ এবং ২৭ মার্চ ২০২৫ ইং তারিখে কক্সবাজার জেলার ৭টি রোহিঙ্গা ক্যাম্পের (ক্যাম্প-১ডব্লিউ, ১১, ১২, ১৩, ১৫, ১৯ এবং ২৭) ক্যাম্প-ইন-চার্জ কার্যালয়ের সভাকক্ষে “বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের ভূমিকা” শীর্ষক একটি সভা আয়োজন করা হয়।
সভায়, ক্যাম্প-ইন-চার্জ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দসহ ক্যাম্পের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম, মাঝি এবং ক্যাম্প পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নকারী বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিটি ক্যাম্পের সম্মানিত ক্যাম্প-ইন-চার্জ অনুষ্ঠিত সভাগুলোর উদ্বোধন ঘোষণা করেন। উক্ত সভায় প্রকল্পের নির্বাহী প্রকল্প ব্যবস্থাপক, এম এন্ড ই বিশেষজ্ঞসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাল্যবিবাহ প্রতিরোধে কমিটি গঠন নিয়ে সম্মানিত ক্যাম্প-ইন-চার্জ এবং প্রকল্প কর্মকর্তারা বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত সকলে বাল্যবিবাহ প্রতিরোধে স্ব স্ব জায়গা থেকে সোচ্চার হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মিটিং সঞ্চালনায় ও পরিচালনায় ছিলেন জনাব মিরাজুল ইসলাম (উপ-প্রকল্প ব্যবস্থাপক), এবং সুমা বড়ুয়া (টেকনিক্যাল অফিসার-বাল্যবিবাহ)।