গুণগতমান বজায় রেখে কর্মসূচি বাস্তবায়ন এবং প্রকল্পের অংশীজনদের প্রতি জবাবদিহিতা নিশ্চিতকরণে, মুক্তি কক্সবাজারের “মনিটরিং ও ইভ্যালুয়েশন বিভাগ” গত ২৬ জানুয়ারি ২০২৫ ইং তারিখে প্রকল্প এবং প্রধান কার্যালয়ের এম অ্যান্ড ই কর্মীদের সাথে দিনব্যাপী সভার আয়োজন করেছে।
পরিচালক-এইচআর এবং এডমিন জনাব সুজিত কুমার ভৌমিক সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরিচালক-এম এন্ড ই জনাব মোঃ খাইরুল ইসলাম এবং ম্যানেজার-এম এন্ড ই জনাব মোঃ তোফায়েল ইসলামের নেতৃত্বে উক্ত বৈঠকে এম এন্ড ই ফ্রেমওয়ার্ক, চেকলিস্ট, সেন্ট্রাল এমআইএস ডাটাবেস, সিএফআরএম ইত্যাদি নিয়ে আলোচনা হয়।
মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী জনাব বিমল চন্দ্র দে সরকার এবং উপ-প্রধান নির্বাহী জনাব সৈয়দ লুৎফুল কবির চৌধুরী সংস্থায় এম এন্ড ই-এর গুরুত্ব এবং এটি কিভাবে প্রকল্পের সাফল্য এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য অপরিহার্য তা গুরুত্ব সহকারে আলোচনা করার মাধ্যমে সকলকে অংশগ্রহণমূলক মনিটরিং, ডকুমেন্টেশন, এবং গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।