আইভিওয়াই-জাপানের মুক্তি স্কুল পরিদর্শন।
আইভিওয়াই-জাপানের মুক্তি স্কুল পরিদর্শন।
০৫ জানুয়ারি ২০২৫ ইং তারিখে, মুক্তি কক্সবাজার পরিচালিত কুতুবদিয়া পাড়া মুক্তি স্কুল পরিদর্শন করেন আইভিওয়াই-জাপানের পরিচালক মিস আদাচি এবং প্রোগ্রাম ম্যানেজার রিয়ে কুন্ডু।
তারা প্রথম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন এবং অন্যান্য শ্রেণিকক্ষের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ ওসমান গণি, প্রকল্প ব্যবস্থাপক জনাব সুদেব রুদ্র, টেকনিক্যাল অফিসার জনাব আরিফুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা জনাব রমজান আলী এবং সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। মুক্তি কক্সবাজারের পক্ষ থেকে আইভিওয়াই-জাপানকে ধন্যবাদ।