"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্য নিয়ে জানুয়ারী ও ফেব্রুয়ারি ২০২৫, এই ০২ মাসব্যাপী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় পালিত হয়েছে “তারুণ্যের উৎসব-২০২৫”। ১৭-১৮ ফেব্রুয়ারি টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে, মুক্তি কক্সবাজার ও অক্সফাম বাংলাদেশের সহযোগিতায়, অনুষ্ঠিত হয়েছে “তারুণ্যের উৎসব -২০২৫” এর সমাপনী অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ এহসান উদ্দিন। মেলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজানো এই সমাপনীতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোহাম্মদ আরিফ উল্লাহ নেজামী, উপজেলা প্রকৌশল কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন মুক্তি কক্সবাজার ও অক্সফাম বাংলাদেশকে “তারুণ্যের উৎসব-২০২৫” এর সমাপনী অনুষ্ঠানে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে সামাজিক সচেতনতামূলক কর্মকান্ডে তাদের আরো এগিয়ে আসার আহ্বান জানান।