গত ০৪ জানুয়ারি ২০২৫ ইং তারিখে, মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন এবং আন্তর্জাতিক দাতা সংস্থা আইভিওয়াই-জাপান-এর কারিগরি সহযোগিতা ও জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় পরিচালিত "Enhancing Market Access for Small-scale Farmers (EMASF) in Hilly and Mountainous Areas in Teknaf, Cox's Bazar" প্রকল্পের উদ্যোগে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডে চলমান ২,২৭৫ ফুট আরসিসি রাস্তা নির্মাণ কার্যক্রম পরিদর্শন করা হয়।
উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শেখ এহসান উদ্দীন এবং আইভিওয়াই জাপানের পরিচালক মিস আদাচি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার রিয়ে কুন্ডু, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ইঞ্জিঃ রবিউল হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, পরিচালক-মনিটরিং ও ইভালুয়েশন, মোঃ খাইরুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী মোঃ ওসমান গণি এবং EMASF প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এই রাস্তা নির্মাণের ফলে প্রায় ৩,০০০ কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য সহজে এবং দ্রুততম সময়ের মাঝে বাজারজাতকরণের সুযোগ পাবে, যা তাদের জীবনযাত্রার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তি কক্সবাজারের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে দাতা সংস্থার প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি দাতা সংস্থার প্রতিনিধিদের এই ধরনের আরো কার্যকরী ও যথোপযুক্ত কার্যক্রম গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান।