ক্যাম্প-২ইস্ট- এর “ঝিনুক” শিশু শিখন কেন্দ্র-১-এর ৭ম শ্রেণীর শিক্ষার্থী আজিজা আক্তার উখিয়া উপজেলায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোর মধ্যে অনুষ্ঠিত নাত-ই-রাসূল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে সম্মান বয়ে এনেছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার আয়োজক ছিলো শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ২৪ মার্চ ২০২৫ ইং তারিখে ক্যাম্প-১৬-এর ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি) অফিসে অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন ক্যাম্প থেকে আগত অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর প্রশংসায় তাদের সুললিত কন্ঠে নাত পরিবেশন করে।
আজিজার এই অর্জন রোহিঙ্গা শিক্ষার্থীদের মধ্যে সুপ্ত প্রতিভা এবং সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার পরিবেশনা কেবল তার নিজের দক্ষতা এবং নিষ্ঠাকেই তুলে ধরেনি একই সাথে রোহিঙ্গা শিশুদের মধ্যে সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস লালন করার ক্ষেত্রে শিশু শিখন কেন্দ্রগুলোর ইতিবাচক প্রভাবকেও তুলে ধরেছে।
শিক্ষক, সহপাঠী এবং কমিউনিটির সদস্যরা আজিজার এই কৃতিত্বে অপরিসীম আনন্দ এবং গর্ব প্রকাশ করেছেন। সকলেই আশা প্রকাশ করছেন যে, আজিজার এই অর্জনে আরো অনেকেই শিক্ষামূলক ও সাংস্কৃতিক অঙ্গনে এগিয়ে যেতে অনুপ্রাণিত হবে।