গত ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে, অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো হোস্ট মেন্টর শিক্ষিকা রাবেয়া আক্তারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে মুক্তি কক্সবাজার। কক্সবাজার জেলার উখিয়ায় অবস্থিত এফডিএমএন শিক্ষা প্রকল্প অফিসে মরহুমার পরিবারের কাছে ২,০০,০০০ টাকার চেক হস্তান্তর করা হয়।
সদ্যপ্রয়াত রাবেয়ার স্বামী, বাবা ও শ্বশুরের কাছে উক্ত চেকটি হস্তান্তর করেন মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী জনাব বিমল চন্দ্র দে সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন পরিচালক- এইচআর অ্যান্ড অ্যাডমিন, জনাব সুজিত কুমার ভৌমিক; পরিচালক- এম অ্যান্ড ই, জনাব মোঃ খাইরুল ইসলাম; প্রকল্প সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস এবং প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ।
গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে, প্রধান নির্বাহী জনাব বিমল চন্দ্র দে সরকার এই কঠিন সময়ে সদ্যপ্রয়াত রাবেয়ার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংস্থার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই সহায়তার মাধ্যমে তার শোকাহত পরিবার, বিশেষত, তার অপ্রাপ্তবয়স্ক সন্তানের জন্য কিছুটা স্বস্তি এবং স্থিতিশীলতা আসবে বলে আশা করা যায়।
হোস্ট মেন্টর শিক্ষিকা রাবেয়া আক্তার গত ১৪ জানুয়ারী ২০২৫ ইং তারিখে ক্যাম্প-১ই-তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে বের হওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। তিনি আড়াই বছর বয়সী একটি ছেলে সন্তান রেখে গেছেন।